ভবিষ্যৎ নিয়ে কিছু কথা-নিশান।

 ভবিষ্যৎ চিন্তা করতে করতে যারা বর্তমানকে বিসর্জন দেয় তারা কখনোই ভবিষ্যতে ভালো কিছু করতে পারে না।

কারণ আপনি চিন্তা করেই আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবেন না। 

তার জন্য আপনাকে অবশ্যই বর্তমানকে গুরুত্ব দিতে হবে, বর্তমান ভালো আর ঠান্ডা মাথায় হিসেব করে চলতে হবে।

নিশ্চয়ই আল্লাহ তায়ালা সর্বশ্রেষ্ঠ ভবিষ্যৎ পরিকল্পনাকারী।

আল্লাহর উপর ভরসা করে চললে বর্তমান ভবিষ্যৎ দুটোই উজ্জ্বল।

আমি এটা বলছিনা যে ভবিষ্যৎ চিন্তা একেবারে বাদ দিয়ে হবে। 

যে চিন্তা ভাবনা আমাদের কোনো কাজে আসেনা বরং ডিপ্রেশনে ফেলে দেয় সেই সমস্ত চিন্তা ভাবনা আমাদের মন থেকে চিরতরে বাদ দিতে হবে।


আর এমন কোনো কাজ আমাদের করা উচিৎ নয় যা সাময়িক সময়ের জন্য শুক দেয় আর সারাজীবন পস্তানোর দিকে ঠেলে দেয়।


তাই সেই সমস্ত ভালো কাজেই নিজেকে উৎসর্গ করা উচিৎ যা আমাদের মনে দুনিয়াতে প্রশান্তি দেয় আর আখেরাতে পুরস্কৃত করে।

-নিশান

নবীনতর পূর্বতন