লাইফ চেঞ্জিং উক্তি সমুহ ২০২২ 



অর্থহীন সহস্র বাক্য অপেক্ষা একটিমাত্র সার্থক বাক্য যা শুনে লোকে শান্তি লাভ করে তাই শ্রেয়।
@গৌতম বুদ্ধ

কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট।
@আহমদ ছফা

তোমার ক্রোধ কে ধমিয়ে রাখ, নচেৎ ক্রোধেই তোমাকে নিঃস্ব করে দিবে
@হোরেস

ভীরুরা মরার আগে বারে বারে মরে। সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে।
@উইলিয়াম শেক্সপিয়র

পরের কৃত ও অকৃতকার্যের প্রতি লক্ষ্য না রেখে নিজের কৃত ও অকৃতকার্যের প্রতি লক্ষ্য রাখবে।
@গৌতম বুদ্ধ

যিনি উপদেশ দেন, অনুশাসন করেন এবং অসভ্যতা নিবারণ করেন তিনি অসতের অপ্রিয় এবং সৎলোকের প্রিয় হন।
@গৌতম বুদ্ধ

তারাই সুখী যারা নিন্দা শুনে এবং নিজেদের সংশোধন করতে পারে
@উইলিয়াম শেক্সপিয়র।

পেছনে বদনাম করে, সামনে 

এসে আন্তরিকতা দেখানো

মানুষগুলো থেকে দূরে 

থাকা উত্তম,

এরা প্রকাশ্য শত্রু 

চেয়েও ভয়ঙ্কর।
 @ফরহাদ
নবীনতর পূর্বতন