অনুপ্রেরণামূলক উক্তি সমগ্র ২০২২

Bengali Inspirational quotes


১. তুমি পাহাড়ের চুড়ার মত হইয়ো না। কারণ, এতে তুমি মানুষকে ছোট দেখবে আর মানুষও তোমাকে ছোট দেখবে।




২.চিরকাল অন্ধকারকে গালমন্দ না করে ছোট্ট একটি বাতি জ্বালানো অনেক ভাল।





৩.সব কিছু জানা তোমার জন্য আবশ্যক নয়। কিন্তু যা কিছু বলছ তার সবটুকু সম্পর্কে জ্ঞান             থাকা  আবশ্যক।



৪.জীবন চলার পথে পড়ে আছে অসংখ্য পাথর। এতে তোমার চলার পথ যেন থেমে না যায়।             বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি কর সাফল্যের সিঁড়ি।



৫.যে অল্পতে তুষ্ট থাকে তার কাছে এ পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায়।



৬.যদি নিজে নিজের ‘বিবেক’কে বড় মনে কর তবে শত্রু সৃষ্টি হবে আর যদি ‘হৃদয়’কে বড় কর তাহলে       বন্ধু বৃদ্ধি হবে।



৭.ভূল করা দোষের কথা নয় বরং ভূলের উপর প্রতিষ্ঠিত থাকা দোষণীয়।



৮.বুদ্ধির সীমা আছে কিন্তু বোকামীর কোন সীমা নেই।



৯.মানুষের সাথে সে রূপ আচরণ কর যেমন তারা পছন্দ করে। নিজের পছন্দ মাফিক আচরণ কর না।



১০.তোমার পিঠে কেউ ততক্ষণ পর্ন্তত চড়তে পারবে না যতক্ষণ না তুমি পিঠ নিচু কর।



১১.তুমি যতটা মূল্যবান ততটা সমালচানার পাত্র হবে।



১২.শরীরকে আরামে রেখে জ্ঞানার্জন করা সম্ভব নয়।”- ইমাম মুসলিম  



১৩.যদি তুমি দুনিয়াকে নতুন কিছু উপহার দিতে না পার তবে তুমি দুনিয়ার একটি বোঝা।”- রাফেঈ



১৪.তিনটি ভাল বই একবার করে পড়ার চেয়ে একটি ভাল বই তিনবার পড়া বেশি উপকার -মিসরীয়  সাহিত্যিক আব্বাস মাহমুদ আক্কাদ



১৫.কাউকে কটু কথা বলবে না। কারণ সে-ও কটু প্রতু্ত্তর দিতে পারে। উত্তপ্ত বাক্যবিনিময় তোমার জন্যেও কষ্টদায়ক হবে। দন্ডের প্রতিদন্ড তোমাকেও স্পর্শ করবে।



১৬.নিরবতা এক ধরনের অলস্কার যা মহিলাদের জন্য অত্যন্ত শোভনীয়-হেনরীডেজন।



১৭.কোন কোনও পরাজয় জয়ের থেকে বেশি বিজয়োল্লাস কারণ হয়। -মাইকেল ডি মনটাগনি।



১৮.জীবনে দুটো জিনিস খুবই কষ্টদায়ক।। একটি হচ্ছে, যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না।। আর অপরটি হচ্ছে, যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয়। — সেক্সপিয়ার



১৯.যখন কোন পুরুষ কোন নারীকে ভালবাসে, তখন সে তার জন্য সব কিছু করতে পারে। কেবল তাকে  ভালবেসে যেতে পারেনা। — অস্কার ওয়াইল্ড




২০.তুমি যদি কাউকে ভালোবাস,তবে তাকে ছেড়ে দাও। যদি সে তোমার কাছে ফিরে আসে,তবে সে  তোমারই ছিল।আর যদি ফিরে না আসে,তবে সে কখনই তোমার ছিল না। – -রবীন্দ্রনাথ ঠাকুর



২১.সোনায় যেমন একটু পানি মিশিয়ে না নিলে গহনা মজবুত হয় না, সেইরকম ভালবাসার সঙ্গে একটু  শ্রদ্ধা, ভক্তি না মিশালে সে ভালবাসাও দীর্ঘস্থায়ী হয় না। –নিমাই ভট্টাচার্য



২২.জ্ঞানী মূর্খকে চিনতে পারে কেননা সে জ্ঞানী। পক্ষান্তরে মূর্খ জ্ঞানীকে চিনতে পারে না, কেননা সে   মূর্খ।

২৩.      তুমি হাজার চেষ্টা করেও সবার মনে মতো হতে পারবেনা…
            কিন্তু তুমি অন্তত নিজের মনের মতো হয়ো…
            তুমি বিশ্বাস করে ঠকেছো, কষ্ট পেয়ো না,
                বরং গর্ব করো তুমি কাউকে ঠকাও নি…
            দিনের শেষে অন্তত,
            আয়নার সামনে চোখ তুলে দাঁড়াতে পারবে…

২৪. লোকে কি বলবে সেটা না ভেবে,
        নিজে কি করবো বা কি করছি,
        সেটাতে মনোনিবেশ করলে দেখবেন,
        নিজের জীবনের পথে অনেকটা দ্রুত এগিয়ে যাবেন।
        আর তখন ওই “লোকে কি বলবে” কথাটা শুধু একটা তুচ্ছ বিষয় হয়েই থেকে যাবে।

click here & read more
নবীনতর পূর্বতন