মিজানুর রহমান আজহারী হুজুরের কিছু কথা । ২০২২


মিজানুর রহমান আজহারী হুজুরের কিছু কথা । ২০২২


এ পৃথিবীতে গরুর পেট থেকে যা বের হয়, তা নিজে নিজেই গরু হয়ে যায়। 

ছাগলের পেট থেকে বের হলেই সেটা ছাগল হয়; কিন্তু মানুষের পেট থেকে বের হলেই সেটা ‘মানুষ’ হয় না। 

বরং তাকে ‘মানুষ’ করতে হয় বা ‘মানুষ’ বানাতে হয়।


 তাছাড়া গরুকে কেউ কখনো বলেনা— ‘গরুর মতো গরু হও’,

 ছাগলকে কেউ বলেনা— ‘ছাগলের মত ছাগল হও’,

 কুকুরকে কেউ বলে না— ‘কুকুরের মতো কুকুর হও’; 

কিন্তু মানুষকে বলা হয়— ‘মানুষের মতো মানুষ হও’।


প্রত্যেক বাবা-মাই চান তাদের সন্তান মানুষের মতো মানুষ হোক;

 তারা টেন্ডারবাজ, চাঁদাবাজ, খুনি, ধর্ষক, এসিড নিক্ষেপকারী হোক, এটা কেউ-ই চান না।

 এটা মানুষের সহজাত প্রবৃত্তি;

 কিন্তু সন্তানকে গড়ে তোলার জন্য অভিভাবকগণ অনেক ক্ষেত্রেই অমনোযোগী। আমরা গরু-ছাগল, হাঁস-মুরগির বাচ্চা, মাছের পোনা পালন ইত্যাদি শিখি কিন্তু সন্তান লালন পালন শিখি না বা এ ব্যাপারে জানার এবং সচেতন হওয়ার আগ্রহও দেখা যায়না। এটা আমাদের সমাজের একটা বড় ক্রাইসিস।


সন্তানসন্ততি পিতামাতার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি আমানত।

 তারা যেমনিভাবে দুনিয়ার সৌন্দর্য, চক্ষু শীতলকারী ঠিক তেমনিভাবে মাতাপিতার জন্য ফিতনা বা পরীক্ষাও বটে।

 সন্তান সুষ্ঠুভাবে প্রতিপালন একটি চ্যালেঞ্জ, তবে এর জন্য আল্লাহ অনেক পুরষ্কারও রেখেছেন। 

সেই পিতামাতা সত্যিই ভাগ্যবান যাদেরকে আল্লাহ তা’আলা নেককার সন্তান দান করেছেন। আমরা যেন আমাদের সন্তানদেরকে সুশিক্ষিত, দেশপ্রেমিক ও আল্লাহ সচেতন করে গড়ে তুলতে পারি।

[ম্যাসেজ বই থেকে...]

নবীনতর পূর্বতন